ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

গুয়ানতানামোর ছয় বন্দিকে ‍মুক্তি দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, ডিসেম্বর ৭, ২০১৪
গুয়ানতানামোর ছয় বন্দিকে ‍মুক্তি দিল যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত

ঢাকা: কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে ছয় বন্দিকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। মুক্তিপ্রাপ্ত বন্দিদের উরুগুয়েতে পুনর্বাসনে পাঠানো হয়েছে।


মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।

রোববার পেন্টাগন এক বিবৃতিতে জানায়, অজ্ঞাত মুক্তিপ্রাপ্ত ছয়জনের মধ্যে চারজন সিরিয়ান, একজন তিউনিসিয়ান ও একজন ফিলিস্তিনি। এদেরকে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে আটক করা হলেও তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়নি।

বিবিসির খবরে বলা হয়, উরুগুয়েন প্রেসিডেন্ট জোসে মুজাইকা মানবিক দৃষ্টিকোন থেকে বন্দিদের তার দেশে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র এজন্য উরুগুয়ের সরকারের কাছে কৃতজ্ঞ।

উল্লেখ্য, কিউবায় অবস্থিত মার্কিন কারাগারটি প্রেসিডেন্ট বারাক ওবামা বন্ধের প্রতিশ্রুতি দিলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। এখনও অনেক বন্দি কারাগারে আছেন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।