ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

কিরকুক ও বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, ডিসেম্বর ৫, ২০১৪
কিরকুক ও বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহত ৩৩ ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদ ও উত্তরের শহর কিরকুকে পৃথক বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুইটি গাড়িতে করে শিয়াদের লক্ষ্য করে কিরকুকে গাড়ি বিস্ফোরণ ঘটানো হয়।

সেখানে নিহত হন ১৫ জন। আহত নন ২২ জন। গত কয়েক মাসের মধ্যে এটিই কিরকুকে সবচেয়ে ভয়াবহ হামলা।

কিরকুক পুলিশ কর্নেল বলেন, শহরের ব্যস্ততম রাস্তায় বিস্ফোরণ ঘটানো হয়। অনেক ক্ষয়ক্ষতি হয়েছ।

একইদিন বাগদাদে শিয়া অধ্যুষিত সদর শহরে আরো দুটি গাড়ি বোমা হামলায় ১৮ জন নিহত হন। আহত হন আরো ৪৭ জন। ২০ মিনিটের ব্যবধানে বোমা দু্টি বিস্ফোরণ ঘটানো হয়।

সাম্প্রতিককালে বোমা বিস্ফোরণের ঘটনা বাগদাদের নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব হামলার বেশিরভাগই ইরাকি পার্লামেন্ট, রাজনীতিক ও মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে চালানো হয়।

আল-আরাবিয়ার খবরে বলা হয়, ইরাকের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল দখল করে থাকা সুন্নিপন্থি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস বাগদাদে শিয়াদের লক্ষ্য করে প্রায়ই বোমা হামলা চালায়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।