ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হংকংয়ে বিক্ষোভকারীদের রাস্তায় ‍না নামতে হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
হংকংয়ে বিক্ষোভকারীদের রাস্তায় ‍না নামতে হুঁশিয়ারি ছবি: সংগৃহীত

ঢাকা: হংকংয়ে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের ফের রাস্তায় না নামতে হুঁশিয়ার করেছেন দেশটির প্রধান নির্বাহী লিউয়াং।

গত রোববার (৩০ নভেম্বর) রাতভর অ্যাডমিরালটি এলাকায় লাং রোডে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়।

সংঘর্ষের পরই এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন প্রধান নির্বাহী।

এদিকে, হংকং সরকারের সঙ্গে নতুন করে আলোচনার দাবি জানিয়ে অনশনের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ছাত্রনেতা জশু ওঙ। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন আরো দু’জন।

অস্ত্র, পিপার স্প্রে, বাটন ও ওয়াটার হোস নিয়ে রোববার পুলিশ বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দু’মাস ধরে চলমান বিক্ষোভে এটিই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

২০১৭ সালে হংকংয়ের জাতীয় নির্বাচনে চীনের হস্তক্ষেপ ছাড়া নেতা নির্বাচন করার দাবিতে আন্দোলন করছেন বিক্ষোভকারীরা। চীন বলছে, সবার অংশগ্রহণ ও উন্মুক্ত পদ্ধতিতে নির্বাচন হবে, তবে প্রধান নির্বাহী পদটি তারা আগেভাগে বাছাই করে দিতে চান।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।