ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইবোলায় প্রথম ভারতীয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৩, নভেম্বর ২৭, ২০১৪
ইবোলায় প্রথম ভারতীয়ের মৃত্যু

ঢাকা: লাইবেরিয়ায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনো ভারতীয় নাগরিকের মৃত্যু হলো।

বুধবার (২৬ নভেম্বর) ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং সংসদে জানান, মোহাম্মদ আমির নামে ওই ব্যক্তি গত ৭ সেপ্টেম্বর মারা যান।



আমির সেখানে একটি ওষুধ কোম্পানিতে কাজ করতেন। তার পরিবারও মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, মরণঘাতী ভাইরাস ইবোলায় প্রাণহানির সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত এ ভাইরাসে পনের হাজার ৯৩৫ জন আক্রান্তের খবর পাওয়া গেছে, যার অধিকাংশই পশ্চিম আফ্রিকায়।

পশ্চিম আফ্রিকার লাইবেরিয়া, গিনি, সিয়েরালিওন, নাইজেরিয়াসহ পাঁচটি দেশে ইবোলার প্রকোপ বেশি।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।