ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

লন্ডনে জারদারির হোটেলের সামনে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, নভেম্বর ২২, ২০১৪
লন্ডনে জারদারির হোটেলের সামনে বিস্ফোরণ ছবি: সংগৃহীত

ঢাকা: লন্ডন সফররত পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির হোটেলের সামনে গ্যাস বিস্ফোরণ হয়েছে। এতে কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।



ডন অনলাইন জানায়, বিস্ফোরণের সময় সেন্ট্রাল লন্ডনের হায়াত রিজেন্সি পাঁচ তারকা হোটেলে জারদারি ছিলেন না।

লন্ডন থেকে পাকিস্তানের জিয়ো টিভির সাংবাদিক মুর্তজা আলী শাহ এই টুইটে এ কথা জানিয়েছেন।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার ব্রিগেডের তথ্যানুযায়ী, হোটেল বেজমেন্টে শুক্রবার রাত ১১ টা ৪০ মিনিটের দিকে ওই বিস্ফোরণ হয়। এতে ভবনের একাংশ ক্ষতিগ্রস্থ হয়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।