ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

জাপানে আগাম নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, নভেম্বর ১৮, ২০১৪
জাপানে আগাম নির্বাচন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে

ঢাকা: আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আবে জানান, চলতি সপ্তাহের শেষের দিকে (২১ নভেম্বর) তিনি পার্লামেন্ট ভেঙ্গে দিবেন।

আর ডিসেম্বরে নির্বাচন হবে।

বিবিসি খবরে বলা হয়, নির্দিষ্ট সময়ের দুই বছর আগেই এ নির্বাচন হতে যাচ্ছে। গত দুই বছর ধরে ক্ষমতায় থাকা আবে জাপানের অর্থনীতিকে চাঙ্গা করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি করতে পারেননি।  

এ কারণে তার জনপ্রিয়তাও কমে গেছে। তাই তিনি আগাম নির্বাচন দিলেন।

বিবিসি জানায়, আবের জনপ্রিয়তা ৫০ ভাগ কমে গেছে। এ অবস্থা চলতে থাকলে তিনি আগামী নির্বাচনে জিতবেন কি-না তা নিয়ে সংশয় রয়েছে। তাই তিনি আগাম নির্বাচন দিলেন।

খবরে আরো বলা হয়, নির্বাচনে আবের দল সংখ্যাগরিষ্ঠতা পাবে এটি প্রায় নিশ্চিত।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।