ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ সেনারা ফের ইউক্রেনে প্রবেশ করছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
রুশ সেনারা ফের ইউক্রেনে প্রবেশ করছে ছবি: সংগৃহীত

ঢাকা: ট্যাঙ্ক ও ভারী অস্ত্র নিয়ে রাশিয়ার সেনাবাহিনী চলতি সপ্তাহে ফের ইউক্রেনে প্রবেশ করেছে বলে জানিয়েছে ন্যাটো।

ন্যাটোর প্রধান কামান্ডার জেনারেল ফিলিপ ব্রিডলাভের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।



এর ফলে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ হচ্ছে বলে মনে করছে ন্যাটো।

ন্যাটো প্রধান জেন্স স্টোলেনবার্গ সেনাদের ফিরিয়ে আনার জন্য রাশিয়াকে আহ্বান জানিয়েছেন।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি অস্বীকার করেছে।

ইউক্রেনে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলকে সহায়তা দেয়ার জন্যই এ সেনা মোতায়েন করা হয়েছে বলে মন্তব্য করেছেন ফিলিপ ব্রিডলাভ।

তবে রাশিয়াকে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী স্টেপান পোলতোরাক।

এদিকে, বিদ্রোহী নিয়ন্ত্রিত লুহানস্ক শহরের কাছে বুধবার (১৩ নভেম্বর) সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে ইউক্রেনের একজন সেনা নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ