ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আইসল্যান্ডে আগ্নেয়গিরির কাছাকাছি বিমান চলাচলে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, আগস্ট ২৯, ২০১৪
আইসল্যান্ডে আগ্নেয়গিরির কাছাকাছি বিমান চলাচলে নিষেধাজ্ঞা

ঢাকা: হঠাৎ অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় আইসল্যান্ডের বারোডাবুংগা আগ্নেয়গিরির কাছাকাছি বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞরা বলছেন, ভাতনাজোকুলের উত্তর পাশে আগ্নেয়গিরি থেকে প্রায় এক কিলোমিটারের মতো একটি ফাটল থেকে লাভা বের হচ্ছে।

সে কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

এদিকে, জনপ্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, আগ্নেয়গিরি থেকে ৫০০০ ফুট উচ্চতা পর্যন্ত অগ্ন্যুৎপাত হওয়ায় আইসল্যান্ড এয়ার ট্রাফিক কন্ট্রোল এই রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে।

সম্প্রতি, আগ্নেয়গিরিটি কয়েকবার কম্পনে নড়ে ওঠে।

বিশেষজ্ঞরা অগ্ন্যুৎপাতের বিষয়টি নজরদারি করছেন।

স্থানীয় কর্মকর্তারা এই অঞ্চলে উড়োজাহাজ চলাচলে রেড অ্যালার্ট জারি করার কথা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।