ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দিল্লির চাঁদনি চকের আগুন নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, আগস্ট ২৫, ২০১৪
দিল্লির চাঁদনি চকের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লির চাঁদনি চকে আগুন লেগেছে। সোমবার বিকেলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

২৬টি ফায়ার ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কেউই হতাহত হয়নি।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সরু রাস্তার কারণে ওই এলাকায় উদ্ধার কাজ বিঘ্নিত হয়।

ধারণা করা হচ্ছে, ত্রুটিপূর্ণ বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে এ আগুনের উ‍ৎপত্তি হয়।

এর আগে সোমবার সকালে দিল্লির বাণিজ্যিক প্রাণকেন্দ্র কনাক প্লেসে আগুন লাগে। তার কয়েক ঘণ্টা পরই  চাঁদনি চকে আগুনের ঘটনা ঘটল।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।