ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বোকো হারামের ‘খেলাফত’ ঘোষণা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, আগস্ট ২৪, ২০১৪
বোকো হারামের ‘খেলাফত’ ঘোষণা!

ঢাকা: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দখলকৃত শহরে ইসলামি রাষ্ট্র সৃষ্টি ( খেলাফত) করার ঘোষণা দিলো দেশটিতে তৎপর জঙ্গিগোষ্ঠী বোকো হারাম।  

রোববার নাইজেরিয়ার এই জঙ্গি সংগঠনের কাছ থেকে পাওয়া একটি ভিডিওর বরাত দিয়ে এ তথ্য জানায় সংবাদ সংস্থা এএফপি।


 
৫২ মিনিটের ভিডিওটিতে বোকো হারাম নেতা আবুবাকার শেকাউ বলেন, আল্লাহর কাছে ধন্যবাদ যে, গোজা শহরে আমাদের বিজয় দিয়েছেন। এখানে ইসলামি রাষ্ট্র কায়েম করা হবে।

তিনি আরও ঘোষণা দেন, বর্নো প্রদেশের গোজা শহর এখন আর নাইজেরিয়ার সাথে নেই।

উল্লেখ্য, নাইজেরিয়ার সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সংঘাতে লিপ্ত জঙ্গি সংগঠন বোকো হারাম।

সম্প্রতি দুই শতাধিক বালিকা শিক্ষার্থীকে অপহরণ করে আন্তর্জাতিক মনোযোগ কাড়ে সংগঠনটি।

তবে নাইজেরিয়ার মূলধারার মুসলিমরা জঙ্গি সংগঠন বোকো হারামের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করে আসছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।