ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

হামাসের হাতে ১১ ইসরায়েলি ‘গুপ্তচর’ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, আগস্ট ২২, ২০১৪
হামাসের হাতে ১১ ইসরায়েলি ‘গুপ্তচর’ নিহত

ঢাকা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ‘গুপ্তচর’ সন্দেহে ১১ জনকে হত্যা করেছে হামাস।

হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের যোদ্ধারা ওই ১১ জনকে হত্যা করেন বলে শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়।



গাজার নিরাপত্তা কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

তবে, কখন কোথায় ওই ‘গুপ্তচরদের’ হত্যা করা হয়েছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

ইসরায়েলের পক্ষ থেকেও এ ব্যাপারে কিছু বলা হয়নি।

সংবাদ মাধ্যমগুলো ধারণা করছে, নিহত এই ১১ ব্যক্তি ইসরায়েলি হলে গাজায় হামলা আরও বিস্তৃত করতে পারে তেলআবিব।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।