ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বৃহস্পতিবারের হামলায় গাজায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, আগস্ট ২১, ২০১৪
বৃহস্পতিবারের হামলায় গাজায় নিহত ১৫ ছবি : সংগৃহীত

ঢাকা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৪৫তম দিনে বৃহস্পতিবার হামাসের তিন শীর্ষ নেতাসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন শিশুও ছিল।



জরুরি উদ্ধার কর্তৃপক্ষের মুখপাত্র আশরাফ আল কুদরা‘র উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি মিসাইল হামলায় হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের শীর্ষ তিন নেতাসহ ১৫ জন নিহত হন। মিসাইলের আঘাতে একটি চারতলা বাড়ি গুড়িয়ে যায়।  

হামাসের পক্ষ থেকে নিহত তিন নেতার পরিচয় নিশ্চিত করে বলা হয়, ইসরায়েলি আগ্রাসী বাহিনীর হামলা যোদ্ধা মোহাম্মদ আবু শামালা, মোহাম্মদ বারহুম এবং রায়েদ আল-আত্তার প্রাণ হারিয়েছেন।

এ হামলার পর ইসরায়েলের সঙ্গে হামাসের সমঝোতার সম্ভাবনা আরও বেশি ক্ষীণ হয়ে  গেল বলে মনে করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

গত ৮ জুলাই থেকে শুরু হওয়া এ ইসরায়েরি আগ্রাসনে এখন পর্যন্ত ২ হাজার ১০৩ জন ফিলিস্তিনি এবং ৬৭ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

** ইসরায়েলি হামলায় তিন শীর্ষ হামাস নেতা নিহত 

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।