ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৩, আগস্ট ১৫, ২০১৪
ইরাকের প্রধানমন্ত্রীর পদত্যাগ

কয়েকদিনের রাজনৈতিক অচলাবস্থা দূরীকরণে পদত্যাগ করলেন ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি। নতুন প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদিকে জায়গা করে দিতে আন্তর্জাতিক ব্যাপক চাপের মুখে তিনি পদত্যাগ করলেন।



ক্ষমতা ছাড়তে অস্বীকার করার একদিনের মাথায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে  এই পদত্যাগের ঘোষণা দেন।

ইরাকে মাথা চাড়া দিয়ে ওঠা সুন্নিপন্থি জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট’কে মোকাবেলায় ‘ব্যর্থ’ মালিকিকে পদত্যাগের জন্য চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, ইরান ও ওআইসি’র মতো সংগঠন। তারা আবাদির ওপর ভরসা রাখছেন। আবাদি ছিলেন মালিকি সরকারের পার্লামেন্টের ডেপুটি স্পিকার।

সাম্প্রতিককালে ইরাকে উত্তরাঞ্চলে ব্যাপক অভিযান চালিয়ে দেশীয় ও আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে আইএস। তাদের কারণে ইয়াজিদি সম্প্রদায়ের হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে। মানবেতর জীবন যাপন করছেন।

মালিকির এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা সুসান রাইস। তিনি ইরাকে একতা আনতে এমন সিদ্ধান্তকে ‘বড় পদক্ষেপ’ উল্লেখ করেছেন।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।