ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

যুদ্ধবিধ্বস্ত ‌গাজায় ফিরতে শুরু করেছে বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৩, আগস্ট ১২, ২০১৪
যুদ্ধবিধ্বস্ত ‌গাজায় ফিরতে শুরু করেছে বাসিন্দারা

ঢাকা: তিন দিনের যুদ্ধবিরতির ফাঁকে বিধ্বস্ত গাজায় ফিরতে শুরু করেছেন এর বাসিন্দারা রোববার মধ্যরাত থেকে শহরের দোকান, ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে। উপকূলবর্তী জনপদগুলোতেও মানুষ ফিরে আসছে।



মিশরের মধ্যস্থতায় রোববার রাত ৯টা থেকে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হয়। এর আগে বেশ কয়েকবার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও মানেনি ইসরাইল। যুদ্ধবিরতি উপেক্ষা করে হামলা চালিয়ে গেছে দেশটি। তবে এবারের যুদ্ধবিরতিতে এখন পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

উদ্বাস্তুদের নিজ ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোর সামনে অপেক্ষা করছে ছোট ছোট যানবাহন।

গাজার বাসিন্দা ৫৮ বছর বয়সী হিকমত আত্তা বলেন, আমরা আমাদের ঘরের অবস্থা দেখতে ফিরে এসেছি। তবে একদিন পরই যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে এমন শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আমরা শুধুমাত্র একদিনের জন্য ফিরে এসেছি। আজ রাতেই চলে যাবো।

গাজায় গত ৮ জুলাই শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত এক হাজার ৯৪৫ হন ফিলিস্তিনি ও ৬৭ জন ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন। সংঘর্ষ বন্ধে মধ্যস্থতা করছে মিশর। ওই মধ্যস্থতার অংশ হিসেবে সর্বশেষ দফা সহ আরও বেশ কয়েক দফা সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।