ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আসামে এবার গণধর্ষণের শিকার কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, আগস্ট ১১, ২০১৪
আসামে এবার গণধর্ষণের শিকার কিশোরী

ঢাকা: আসামে চার কলেজ শিক্ষার্থীর গণধর্ষণের শিকার হয়েছেন ১৬ বছরের এক আদিবাসী কিশোরী।

রোববার রাজ্যের দিব্রুগড় রেলওয়ে স্টেশনের কাছে ঘটনাটি ঘটে।


 
দিব্রুগড়ের অতিরিক্ত পুলিশ সুপারেন্টেডেন্ট হিরণ্য কুমার বর্মন বলেন, তিন অভিযুক্ত কারুন গগৈ, প্রাণজিত দত্ত ও কল্যাণ দত্তকে আমরা আটক করেছি। চতুর্থজন রাজু গগৈ পলাতক।

ধর্ষণের শিকার কিশোরীর বক্তব্যের উপর ভিত্তি করে ‘চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস অ্যাক্ট, ২০১২’ এর আওতায় দিব্রুগড় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।   

কারুন গগৈ দিব্রুগড়ের অনিরুদ্ধ দেব জুনিয়র কলেজের ছাত্র। বাকি তিনজন রাজ্যের লাহোওয়াল কলেজে পড়েন। অভিযুক্তরা প্রত্যেকেই দিব্রুগড় শহর থেকে ২০ দূরে লাহোওয়ালের ঘোরামারা এলাকার রোমাই কর্দইবাম গ্রামের বাসিন্দা।

দিব্রুগড় পুলিশ স্টেশনের ইনচার্জ নব কুমার বড়া বলেন, ধর্ষণের শিকার কিশোরী দিব্রুগড় শহরের বাসিন্দা। তাকে স্থাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।