ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রোলার কোস্টারে ৫ ঘণ্টা আটকা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, আগস্ট ১১, ২০১৪
রোলার কোস্টারে ৫ ঘণ্টা আটকা! ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যারিল্যান্ডে একটি রোলার কোস্টারে আটকে থাকার পাঁচ ঘণ্টা পর সাত শিশুসহ ২৪ জনকে উদ্ধার করেছেন অগ্নিনির্বাপক কর্মীরা।

প্রিন্স জর্জ কাউন্টি ফায়ার কর্মকর্তারা জানান, রোববার জোকারস জিন্ক্স নামে ওই রোলার কোস্টারে ২৪ জন আটকা পড়েন।

পাঁচ ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়।

এ বিষয়ে সহকারী অগ্নিনির্বাপক প্রধান পল গোমেজ বলেন, রোলার কোস্টারটি সর্বোচ্চ উচ্চতায় আটকে যায়। এতে কয়েকজন কোমরে ব্যাথা অনুভব করেন। অনেকের পেটেও সমস্যা হয়। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নি।

এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।