ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাক ছেড়ে পালাচ্ছে খ্রিস্টানরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, আগস্ট ৭, ২০১৪
ইরাক ছেড়ে পালাচ্ছে খ্রিস্টানরা

মাঝখানে বিরতি দিয়ে আবারও অভিযান শুরু করেছে নতুন জঙ্গি সংগঠন দ্য ইসলামিক স্টেট (আইএস)। এবার তারা দখলে নিয়েছে ইরাকের খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় শহর কারাকোশ।

ভয়ে শহরটি ছেড়ে পালিয়েছে এক চতুর্থাংশ খ্রিস্টান।

নাইনভেগ প্রদেশের অন্তর্গত কারাকোশ থেকে কুর্দিশ বাহিনী প্রত্যাহারের পর রাতভর অভিযানে শহরটি দখলে নেয় আইএস।

এদিকে জাতিসংঘ সিনজার পর্বতে আটকে পড়া ইয়াজিদি ধর্মীয় সম্প্রদায়ের ৫০ হাজার মানুষকে আইএস থেকে মুক্ত করেছে।

ইরাক ও সিরিয়ার কয়েকটি অংশ দখলে নেওয়া আইএস ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।