ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বাংলাদেশি মেয়েদের বিয়ে করতে মানা সৌদি ছেলেদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, আগস্ট ৬, ২০১৪
বাংলাদেশি মেয়েদের বিয়ে করতে মানা সৌদি ছেলেদের

ঢাকা: বাংলাদেশসহ চারটি দেশের নারীদের বিয়ে করতে সৌদি আরবের পুরুষদের ওপর নিষেধ‍াজ্ঞা জারি করা হয়েছে। একইসঙ্গে অন্য বিদেশি মেয়েদের বিয়ে করার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।



মক্কা পুলিশের মহাপরিচালক মেজর জেনারেল আসাফ আল-কৌরেশীর উদ্ধৃতি দিয়ে স্থানীয় একটি দৈনিক বুধবার এ খবর জানিয়েছে।

বাংলাদেশি নারীদের সঙ্গে নিষেধাজ্ঞার এ আওতায় পড়ে যাওয়া অন্যরা হলেন- পাকিস্তানি, বার্মিজ (মায়ানমার) ও চাদিয়ান (মধ্য আফ্রিকার দেশ চাঁদ)।

নির্ভরযোগ্য সূত্র মতে, সৌদিতে বর্তমান সময়ে এ চার দেশের ৫ লাখ নারী বসবাস করেন। এর‍া সবাই নতুন এ নিষেধাজ্ঞার আওতায় পড়ে গেলেন।

পাশাপাশি অন্য বিদেশি নারীদের বিয়ে করার ক্ষেত্রেও অনুৎসাহিত করতে এ ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সূত্র জানায়, কোনো বিদেশিনীকে বিয়ে করতে হলে সৌদি ছেলেদের আগের চেয়ে অনেক বেশি নিয়ম-কানুন ও প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

মেজর জেনারেল কৌরেশী বলেন, যারা বিদেশিনীদের বিয়ে করতে চায় তাদের সরকারের নিয়ম কানুন মেনে এবং বিভিন্ন পর্যায়ে বিয়ের আবেদন জমা দিয়ে অনেক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কেউ যদি বিবাহিত হয় তবে তাকে হাসপাতাল থেকে আগের স্ত্রীর অবস্থার (জটিল রোগে আক্রান্ত বা মৃত) বিবরণ দেওয়া মর্মে সনদ নিতে হবে। এছাড়া, কেউ তালকপ্রাপ্ত হলে ছয় মাস পর তাকে আবেদন করতে হবে।

বিদেশিনীদের বিয়ের ক্ষেত্রে অনুৎসাহিত করতে এ পদক্ষেপ নেওয়া হলেও বাংলাদেশসহ চারটি দেশের প্রতি কেন একেবারেই নিষেধাজ্ঞা আরোপ করা হলো এব ব্যাপারে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।