ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দুই বছর পর উৎপাদন বেড়েছে চীনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, আগস্ট ১, ২০১৪
দুই বছর পর উৎপাদন বেড়েছে চীনের ছবি: সংগৃহীত

ঢাকা: দুই বছরেরও বেশি সময় পর চলতি বছরের জুলাইয়ে চীনের উৎপাদন বেড়েছে। যা দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্যান‍ুযায়ী, জুলাইয়ে পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএমআই) বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ৫১ দশকি ৭ পয়েন্টে। গত জুনে পিএমআই’র অবস্থান ছিল ৫১ পয়েন্টে।

স্বাস্থ্য খাতেও পিএমআই ৫০ পয়েন্টের ওপরে অবস্থান করছে বলে প্রকাশিত তথ্যে জানানো হয়।

পিএমআই’র অবস্থান ৫০ পয়েন্টের ওপর অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ইতিবাচক বলে ধারণা করা হয়।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।