ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে নিহত ৭, নিখোঁজ ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, জুলাই ৩১, ২০১৪
ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে নিহত ৭, নিখোঁজ ১৩ সংগৃহীত

ঢাকা: ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে সাতজন নিহত এবং ১৩ জন নিখোঁজ হয়েছেন। নিহত সাতজনের মধ্যে ছয়জন শিশু ও একজন নারী রয়েছেন।



বৃহস্পতিবার ঈদ উদযাপন শেষে গ্রামের বাড়ি ফেরার সময় নৌকাটি নদীতে ডুবে যায়।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির এক মুখপাত্র সুতোপো পুরভো নগ্রোহো জানান, ইঞ্জিনচালিত নৌকাটির জ্বালানি শেষ হয়ে গিয়েছিল। এতে করে উত্তর সুমাত্রা নদীতে নৌকাটি ভাটিতে যেতে থাকে। এক সময় প্রবল স্রোতের আঘাতে সেটি ডুবে যায়।

তিনি জানান, উদ্ধারকর্মীরা সাতটি মরদেহ উদ্ধার এবং আরো ১৩ জনের সন্ধান করছেন। তিনি জানান, মৃতদের মধ্যে নারীর বয়স ২৫ বছর ও শিশুদের বয়স সাত মাস থেকে ১১ বছরের মধ্যে।

নগ্রোহো জানান, নৌকাটিতে ৪৭ জন যাত্রী ছিলেন।

এর আগে মঙ্গলবার আরেকটি ঘটনায় মধ্য কালিমানতানের কাপুয়াস নদীতে ফেরি ডুবে ১৫ জন মারা যান ও তিনজন নিখোঁজ থাকেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।