ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সাইবেরিয়ায় আরো দুটি গর্তের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, জুলাই ৩০, ২০১৪
সাইবেরিয়ায় আরো দুটি গর্তের সন্ধান

কিছুদিন আগে সাইবেরিয়ায় পৃথিবীর শেষ প্রান্তে আবিষ্কৃত গর্তের রহস্য উন্মোচন হতে না হতেই আরো দুটি গর্তের সন্ধান পাওয়া গেছে।

এর মধ্যে একটি পাওয়া গেছে সাইবেরিয়ার ইয়ামাল পেনিনসুলা এলাকায়।

এর আকার ৫০ ফুটের মতো। এখানেই প্রথম গর্তের সন্ধান পাওয়া গিয়েছিল। মস্কো টাইমস এক প্রতিবেদনে একথা জানায়।

দ্য সাইবেরিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় গর্ত পাওয়া যায় উত্তর-পূর্বাঞ্চল থকে কয়েকশ’ মাইল দূরে ক্রাসনয়ার্স্ক এলাকায়। এটি আকারে প্রায় ১৩ ফুট।

এর আগে প্রথম গর্তের ওপর যারা পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল তারা আরো তথ্যের জন্যই নতুন দুটি গর্তের দিকে নজর দিয়েছেন।

গর্তগুলোর ওপর গবেষণা চালাচ্ছেন রাশিয়ার একাডেমি অব সায়েন্স ইনস্টিটিউট অব আর্থ ক্রিসফেয়ারের বিজ্ঞানীরা।

প্রথম গর্তের ব্যাপারে তারা বলেছিল, মিথেন গ্যাস বিস্ফোরিত হয়ে গর্তের সৃষ্টি হয়েছিল।
 
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।