ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পুনেতে ভূমি ধসে নিহত ১৫, আটকা পড়েছেন শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, জুলাই ৩০, ২০১৪
পুনেতে ভূমি ধসে নিহত ১৫, আটকা পড়েছেন শতাধিক ছবি: সংগৃহীত

ঢাকা: প্রবল বর্ষণের কারণে ভারতের পুনেতে ভূমি ধসে কমপক্ষে ১৫ ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আটকা পড়েছেন শতাধিক মানুষ।



পুনের আম্বিগাঁওয়ে এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার দুপুরে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা বিনোদ পাওয়ার সংবাদ মাধ্যমকে বলেন, পুনের আম্বিগাঁও তেহসিলের মালিন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বুধবার ভোর ৫টার দিকে গ্রামবাসী যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন তখন এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে দুর্যোগ ব্যবস্থাপনা দল, বুলডোজার, অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। স্থানীয়রাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থল থেকে দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।