ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

গাজায় নিহত ৮৫৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৮, জুলাই ২৬, ২০১৪
গাজায় নিহত ৮৫৭ সংগৃহীত

ঢাকা: গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৬৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০টি শিশু রয়েছে বলে শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।


 
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এদিকে, ১২ ঘণ্টার যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য সম্মত হয়েছে হামাস ও ইসরাইল। শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার জন্য তারা এ যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়।

হামাস মুখপাত্র সামি আবু জাহরি জানান, গাজায় হামাসসহ অন্যান্য সশস্ত্র সংগঠন জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়ে রক্তপাত এড়াতে সাময়িক যুদ্ধ বিরতিতে যাচ্ছে।

গত ৮ জুলাই শুরু হওয়া হামলার ১৯তম দিন শনিবার।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।