ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৬, জুলাই ২৫, ২০১৪
ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ঢাকা: উত্তর প্রদেশের রাজধানী লাখনৌর কাছাকাছি এলাকায় ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা সাত আরোহী নিহত হয়েছেন।

 

রাজ্যের বেরিলি শহর থেকে এলাহাবাদ শহরে যাওয়ার উদ্দেশে উড্ডয়নের পর বিকেল ৫টার কিছুক্ষণ আগে এ দুর্ঘটনা ঘটে।

হেলিকপ্টারটি লাখনৌর প্রায় ৪০ কিলোমিটার উত্তরে থাকা অবস্থায় একটি দূরবর্তী বিপদ সংকেত পাঠায়। তারপরই এর সঙ্গে কন্ট্রোল ‍রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সিধৌলির উপ-বিভাগীয় ম্যাজিস্ট্রেট এ কে শ্রীবাস্তব বলেন, আটারিয়া এলাকার মনিপুর্বায় বিধ্বস্ত হেলিকপ্টারটিতে দুর্ঘটনার আগে আগুন ধরে যায়। এতে হেলিকপ্টারের সব আরোহীই নিহত হয়েছেন।

নিহতরা সবাই বিমান বাহিনীর সদস্য কিনা এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।