ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

গাজায় নিহত ৭৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, জুলাই ২৪, ২০১৪
গাজায় নিহত ৭৩০ সংগৃহীত

আন্তর্জাতিক সমালোচনা, অবরোধ, যুদ্ধাপরাধ কোনো কিছুকেই ভয় করছে না ইসরায়েল। গাজায় একের পর এক বোমাবর্ষণ ও স্থল অভিযান চালিয়েই যাচ্ছে ইহুদি রাষ্ট্রটি।

তাদের বর্বরতায় প্রাণ হারিয়েছে ৭ শতাধিক ফিলিস্তিনি।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, ষোলতম দিনে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ৭৩০ জন ফিলিস্তিনি। আহত হয়েছে সাড়ে চার হাজারের বেশি নাগরিক। এই প্রতিবেদন লেখার সময় গাজায় জাতিসংঘ একটি শরণার্থী স্কুলে হামলার খবর পাওয়া গেছে। এতে নিহত হয়েছে ১৫ জন।

অন্যদিকে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত ৩২ ইসরায়েলি সেনা নিহতের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।