ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

এবার নিলামে উঠছে ডাইনোসরের বিষ্ঠা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, জুলাই ২১, ২০১৪
এবার নিলামে উঠছে ডাইনোসরের বিষ্ঠা!

ঢাকা: পৃথিবীর সবথেকে দীর্ঘ বিষ্ঠার আকারের ব্যাপারে আপনার কোনো ধারণা ‍আছে? ধারণা থাকারও কথা নয়। কারণ বিষয়টি খুব সুখকর নয়।

তবু জেনে নিন- ফ্যাকাশে বাদামি-হলুদ রঙের বিশ্বের দীর্ঘতম বিষ্ঠা দৈর্ঘ্যে ৪০ ইঞ্চি!

আর এটি অজ্ঞাত কোনো ডাইনোসরের। মঙ্গলবার লস এঞ্জেলেসে এটি নিলামে উঠবে। নিলামে দাম আশা করা হচ্ছে বাংলাদেশি টাকায় ৬ লাখ ২৪ হাজার থেকে ৭ লাখ ৮০ হাজার টাকার মধ্যে।  

ডাইনোসরের দীর্ঘ এ মলের ফসিলটি পাওয়া যায় ওয়াশিংটনের লুইস কান্ট্রিতে। ধারণা করা হচ্ছে ফসিলটি ৫.৩ থেকে ৩৩.৯ মিলিয়ন বছরের পুরনো।

বেভারলি হিলের নিলামকারী জশ চেইট বলেন, নিঃসন্দেহে এটা দর্শনীয় একটি নমুনা। সম্ভবত এটাই প্রথম ডাইনোসরের দীর্ঘতম বিষ্ঠার ফসিল বা জীবাশ্মের নিলাম।
অসাধারণ এ বস্তুটির  উৎপত্তি আমাদের অজানা। তবুও এটি একটি অভূতপূর্ব আকারের শিল্পকর্ম, যোগ করেন চেইট।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ২১ জুলাই, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।