ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ফেসবুকে চুরির কাপড়ের সেলফি দিয়ে ধরা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, জুলাই ২১, ২০১৪
ফেসবুকে চুরির কাপড়ের সেলফি দিয়ে ধরা!

ঢাকা: একেই বলে- লোভে পাপ, পাপে মৃত্যু। তাও আবার যে সে লোভ নয়, সেলফির লোভ! ফেইসবুকে সেলফি দেওয়ার লোভই কাল হলো চোরের।

ধরা পড়লেন পুলিশের হাতে।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের পশ্চিম ফ্রাংকফোর্টে। বেশ কিছুদিন আগে শহরের একটি বুটিক দোকান থেকে কিছু কাপড় ও গহনা চুরি যায়। চোর ধরতে তদন্ত করছিল পুলিশ।
এর মধ্যে চুরি যাওয়া কাপড় পরে সেলফি পোস্ট করেন এক নারী। সেই সেলফি দেখেই পুলিশ তাকে ‍আটক করে।

এপি’র বরাতে পুলিশ জানায়, এ মাসের শুরুতে ড্যানিয়েল স্যাক্সটনকে (২৭) নামের ওই চোরকে আটক করেন তারা। তবে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি।
sel2
কর্তৃপক্ষ জানায়, গত ১১ জুলাই মর্তি’স বুটিক থেকে বিলুপ্তপ্রায় চিতাবাঘের প্রিন্টের একটি কাপড় চুরি যায়।

দোকানের এক মালিক কার্ট উইলিয়ামস জানান, চুরি যাওয়া কাপড়ের ছবিগুলো তিনি ফেসবুকে পোস্ট করেন। এতে করে সবাই জানতে পারে এই কাপড়গুলো চুরি হয়েছে। পরে স্যাক্সটন সেলফি পোস্ট করলে অন্য ফেসবুক ব্যবহারকারীদের মাধ্যমে তাকে ধরা সম্ভব হয়।

হায়রে সেলফি! এ যেন উইলিয়ামসের পৌষ মাস আর স্যাক্সটনের সর্বনাশ।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।