ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শিশুসহ ৬জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৬, জুলাই ১০, ২০১৪
যুক্তরাষ্ট্রে শিশুসহ ৬জনকে গুলি করে হত্যা ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টন শহরের কাছাকাছি একটি বাড়িতে চার শিশুসহ ৬ জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

একই ঘটনায় মাথায় গুলিবিদ্ধ ‍অবস্থায় এক নারীকে উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে।

তবে হতাহতদের বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। ইতোমধ্যে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কাউন্টি শেরিফ হ্যারিস এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় ৬টার দিকে ঘটনাস্থল পুলিশ পৌঁছে এবং সেখান থেকে ৩টি শিশুসহ পাঁচটি লাশ উদ্ধার করেছে।

হাসপাতালে নেওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জুলাই ১০,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।