ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েলি মিসাইল হামলায় ১১ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৩, জুলাই ৮, ২০১৪
ইসরায়েলি মিসাইল হামলায় ১১ ফিলিস্তিনি নিহত

ঢাকা: ইসরায়েলি মিসাইল হামলায় ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিস এলাকার একটি বাড়িতে এ মিসাইল হামলায় অন্তত ৭ জন এবং মধ্য গাজায় আরো অন্তত তিনজন নিহত হন।



এছাড়া, মধ্য গাজার একটি শরণার্থী শিবিরে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এ হামলায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, কোনো বিকল্প না থাকায় তারা গাজার ৪০টি এলাকায় হামলা চালিয়েছে।

এ ঘটনার পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে অবিলম্বে গাজা উপত্যকায় ইসরায়েলের বাড়াবাড়ি ও সেনা অভিযান বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন।

এ হামলার আগে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূমি লক্ষ্য করে অন্তত ১০০ রকেট নিক্ষেপ করা হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার সংবাদ মাধ্যমকে বলেন, ফিলিস্তিনিদের অবিলম্বে রকেট হামলা বন্ধ করতে হবে। নতুবা ইসরায়েল সব ধরনের ব্যবস্থা নিতে বাধ্য হবে।

তিনি হুশিঁয়ারি দিয়ে বলেন, আমাদের সামনে সব পথই খোলা। রকেট হামলা বন্ধ না হলে আমরা যেকোনো পদক্ষেপ নিতে বাধ্য হবো।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪/আপডেট ২৩১১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।