ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে হামলায় ইরানি পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, জুলাই ৫, ২০১৪
ইরাকে হামলায় ইরানি পাইলট নিহত

ঢাকা: ইরাকে সুন্নি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় এক ইরানি পাইলট নিহত হয়েছেন।

শনিবার রাজধানী বাগদাদের উত্তরে সামারা শহরে একটি শিয়া মসজিদ পাহারা দেওয়ার সময় সংঘর্ষের এ ঘটনা ঘটে।



তেহরানের বরাত দিয়ে বার্তা সংস্থা আইআরএনএ জানায়, নিহত কর্নেল সুজাত আলমদারি মুরজানি বিমানের পাইলট হিসাবে কর্মরত ছিলেন।

আল-জাজিরার সাংবাদিক ইমরান খান জানিয়েছেন, বিদ্রোহীরা ইরানি বিমান ভূপাতিত করেছে এমন কোনো খবর তাদের কাছে নেই। হয়তো সমতলেই সংঘর্ষের সময় ওই কর্নেল মারা গেছেন।

সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে ইরাকের শিয়াপন্থী প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সরকারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে সামরিক বিমান পাঠানোর পর এই প্রথম ইরান তাদের কোনো কর্মকর্তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করলো।

গত মাসেই ইরানের শিয়া রাষ্ট্রপতি হাসান রোহানি ঘোষণা দিয়েছিলেন, তার সরকার ইরাকের শিয়াদের পাশে দাঁড়াবে।

আল-জাজিরার স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন, ইরাক সরকারের এই সুন্নি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে ইরানের সহযোগিতা অনেকটাই ‘গোপনীয়’।

গত সপ্তাহেই ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা পাঁচটি সুকাই সু-২৫ বিমান আমদানি করেছে। সেগুলোর একটি ভিডিও প্রকাশ করা হয়।

লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইন্সস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্ট্যাডিজ জানিয়েছে, বিমানগুলো ইরানের।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।