ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ধূমপায়ী কুকুর!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, জুলাই ৩, ২০১৪
ধূমপায়ী কুকুর! ছবি: সংগৃহীত

ঢাকা: মানুষ সিগারেট খায় সেটা স্বাভাবিক, কিন্তু কুকুর ধূমপায়ী-এটা শুনলেই চমকে উঠতে হয়। এমনটি ঘটেছে চীনে।



মালিকের ধূমপানের অভ্যাসটি বেশ ভালোভাবেই রপ্ত করেছে দুই বছর বয়সী পোষ্য কুকুরটি। অভ্যাস এখন এমন পর্যায়ে ঠেকেছে, রাতে ঘুমানোর আগে একটি সিগারেট তার না টানলেই নয়।

কুকরটির নাম মেইয়া। মালিকের নাম লিউ। হেইলংজিয়াংয়ের আন্দা প্রদেশে তাদের বাস।

হেইলংজিয়াংয় মর্নিং পোস্টের খবর, লিউ সিগারেট খেলেই মেইয়া সবসময় ঘুরঘুর করত তার চারপাশে এবং ধূমপান উপভোগ করত। এখন ঘুমানোর আগে তার একটি সিগারেট না হলে চলেই না।

শুধু তাই নয়, মালিক লিউয়ের প্রিয় ব্র্যান্ড ইউসি সিগারেটেই মেইয়ার আগ্রহ বেশি।

যাইহোক, লিউ তার পোষ্যপ্রাণির স্বাস্থ্যের ব্যাপারে সজাগ এবং যত দ্রুত সম্ভব মেইয়ার সিগারেট ছাড়ানোর ব্যাপারে আগ্রহী।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, ৩ জুলাই, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।