ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোকো হারাম নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, জুলাই ১, ২০১৪
নাইজেরিয়ায় বোকো হারাম নেতা আটক

ঢাকা: নাইজেরিয়ায় পাশ্চাত্য শিক্ষার বিরোধিতাকারী ও কট্টর ইসলামী জঙ্গি সংগঠন বোকা হারামের এক নেতাকে আটক করেছে সে দেশের সেনাবাহিনীর সদস্যরা।

সেনা গোয়েন্দারা সোমবার অভিযান চালিয়ে বোকো হারাম নেতাকে আটক করে।



এ বছরের এপ্রিল মাসে ২০০ স্কুল ছাত্রীকে অপহরণের পর এই প্রথম বোকো হারামের কোনো নেতাকে আটক করতে পারলো নাইজেরীয় সরকার।

আটক বোকো হারামের এ নেতার নাম বাবুজি ইয়ারি। তিনি স্কুলছাত্রীদের অপহরণ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

এদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সেনা সদস্যরা বোকো হারামের বেশ কয়েক জন নারী সদস্যকেও আটক করেছে।

তবে এখন পর্যন্ত অপহৃত স্কুলছাত্রীদের উদ্ধার করতে পারেনি নাইজেরীয় সরকার।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।