ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় গির্জায় হামলায় নিহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, জুন ৩০, ২০১৪
নাইজেরিয়ায় গির্জায় হামলায় নিহত অর্ধশতাধিক

নাইজেরিয়ায় গির্জায় বোকো হারামের হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।



গত এপ্রিলে দুই শত‍াধিক স্কুলছাত্রীকে অপহরণ করে যেখানে রাখা হয়েছিল সেই চিবক গ্রামের ঠিক কাছেই এই হামলার ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সরকারি কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত ৫৪টি মৃতদেহ দেখতে পেয়েছি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সানডে সার্ভিসের সময় বন্দুকধারীরা গির্জায় বিস্ফোরণ ঘটায়। তারপর আগতদের ওপর নির্বিচারে গুলি করে হত্যা করে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।