ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সিসিলি উপকূলে নৌকাডুবিতে ৩০ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, জুন ৩০, ২০১৪
সিসিলি উপকূলে নৌকাডুবিতে ৩০ অভিবাসীর মৃত্যু

ঢাকা: ইতালির সিসিলি উপকূলে নৌকাডুবিতে ৩০ অভিবাসীর মৃত্যু হয়েছে।

এ ছাড়া হাজারের বেশি অভিযাত্রীকে উদ্ধার করেছেন ইতালির নৌবাহিনীর সদস্যরা।



সোমবার ইতালির নৌবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, সপ্তাহ শেষে সহস্রাধিক অভিবাসী উত্তর আফ্রিকা থেকে নৌকায় করে ইতালি রওয়ানা হয়েছিলেন। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়।

চলতি বছরে কমপক্ষে ৫০ হাজার অভিবাসী উত্তর আফ্রিকা থেকে ইতালি এসেছেন। এ ছাড়া যুদ্ধ এবং দেশত্যাগে বাধ্য হয়েও অনেকে ইতালি পাড়ি জমিয়েছেন বলে ইতালি জানিয়েছে।

এদিকে, এক সপ্তাহে অন্তত পাঁচ হাজার অভিবাসীকে ইতালির নৌবাহিনীর সদস্যরা উদ্ধার করেছেন।

দুই সপ্তাহ আগে লিবীয় উপকূলে নৌকা ডুবিতে ১০ জন অভিবাসীর সলিল সমাধি হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।