ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে বিদ্রোহীদের হাতে বাংলাদেশিসহ অপহৃত ৬০ শ্রমিক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, জুন ১৮, ২০১৪
ইরাকে বিদ্রোহীদের হাতে বাংলাদেশিসহ অপহৃত ৬০ শ্রমিক ছবি: প্রতীকী

ঢাকা: ইরাকের কিরকুক শহরে সুন্নি বিদ্রোহীদের হাতে ৬০ নির্মাণ শ্রমিক অপহৃত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি শ্রমিকও।



বুধবার অপহরণের বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম ডগান নিউজ এজেন্সি। তবে তারা অপহৃত শ্রমিকদের নাম পরিচয় ‍নিশ্চিত করতে পারেনি।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, বিদ্রোহীদের হাতে অপহৃত হয়েছেন পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও তুর্কিস্থানের ৬০ শ্রমিক। অপহৃত ওই নির্মাণ শ্রমিকদের ইরাকের কিরকুক শহরে বন্দি রাখা হয়েছে।

জানা যায়, ওই ৬০ শ্রমিককে অপহরণ করা হয়েছে তাদের কর্মস্থল থেকে। তারা সবাই একটি হাসপাতালে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

তবে এ ঘটনার সত্যতা সম্পর্কে দেশটির দূতাবাস কোনো বক্তব্য দেয়নি।

দেশটিতে সাম্প্রতিক অস্থিরতা বেশ তীব্র আকার নিয়েছে। এরআগে বিদ্রোহীরা তুর্কিস্থানের ৩১ ট্রাক চালককে অপহরণ করে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।