ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে সুন্নি বিদ্রোহীদের সবচেয়ে বড় তেল শোধনাগার দখল

আন্তর্জাতক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, জুন ১৮, ২০১৪
ইরাকে সুন্নি বিদ্রোহীদের সবচেয়ে বড় তেল শোধনাগার দখল ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের উত্তরাঞ্চলে বাইজি এলাকায় দেশটির সর্ব বৃহৎ তেল শোধনাগার দখল করেছে দেশটির সুন্নি বিদ্রোহীরা।

বুধবার তারা দেশটির সর্ব বৃহৎ তেল শোধনাগারটি নিজেদের আয়ত্তে নেয়।



তেল শোধনাগারের ৭৫ শতাংশই সুন্নি বিদ্রোহীদের দখলে বলে জানিয়েছেন ওই খানে কর্মরত এক শ্রমিক।

তিনি বলেন, বিদ্রোহীরা তেল শোধনাগারের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা তেল উৎপাদনের ইউনিটগুলোসহ প্রশাসনিক ভবন ও ৪টি নজরদারি টাওয়ার মিলিয়ে ৭৫ শতাংশের নিয়ন্ত্রণই নিয়ে নিয়েছে।



বর্তমানে ওই শোধনাগারের প্র্রধান কন্ট্রোল রুমের কাছে এখনো নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের আক্রমণ পাল্টা আক্রমণ চলছে বলেও নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

অন্যদিকে ইরাকের শিয়া শহরগুলোর সুরক্ষা ব্যবস্থার নিশ্চয়তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

টেলিভিশন বক্তৃতায় প্রেসিডেন্ট হাসান দেশটির শিয়া পবিত্রস্থানগুলো রক্ষার ঘোষণা দিয়ে রেখেছেন।

ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রে বিদ্রোহীদের অবস্থান রুখতে দেশটির সরকারি বাহিনীর লড়াইয়ের মধ্যে দেশের সবচেয়ে বড় তেল শোধনাগার দখলে নিয়েছে সুন্নি বিদ্রোহীরা।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।