ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, জুন ১৬, ২০১৪
ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া

ইউক্রেন বলছে, রাশিয়া তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। বিরোধের জেরে কিয়েভে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে রাশিয়া।

খবর বিসিসি অনলাইন।

গত ফেব্রুয়ারিতে মস্কো ক্রিমিয়া নিজেদের অধীনে নেওয়ার কারণে রাশিয়া-ইউক্রেনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

কিয়েভ জানায়, মস্কো দেশটির পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিয়ে আসছে। রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে আসছে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জুরি প্রডান বলেন, রাশিয়া ইউক্রেনে গ্যাস সরবরাহ কমাতে কমাতে শূন্যের কোঠায় নিয়ে এসেছে।

রাশিয়ার সরকারি গ্যাস জায়ান্ট গ্যাজপ্রোম জানায়, গ্যাস পেতে হলে কিয়েভকে পাওনা পরিশোধ করতে হবে। এর আগে দুইদেশ বড় অঙ্কের ঋণ নিয়ে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়।

গ্যাসপ্রমের দাবি, কিয়েভের কাছে তারা ১ দশমিক ৯ বিলিয়ন ডলার পাওনা।

ইউক্রেনে বন্ধ করলেও রাশিয়া বলছে, তারা ইউরোপে গ্যাস সরবরাহ ঠিকই চালিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।