ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

স্বামীকে ছাড়াতে এসে ধর্ষিত!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, জুন ১২, ২০১৪
স্বামীকে ছাড়াতে এসে ধর্ষিত! প্রতীকী

ঢাকা: ভারতের উত্তর প্রদেশের হামিরপুর জেলায় স্বামীকে ছাড়াতে পুলিশ স্টেশনে এসে পুলিশের হাতেই ধর্ষণের শিকার হয়েছেন ৩৫ বছর বয়সী এক নারী।

সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।



সংবাদ মাধ্যম জানায়, ৩৫ বছর বয়সী ওই নারী শুমারপুর পুলিশ স্টেশনে স্বামীকে ছাড়াতে আসেন। এ সময় স্টেশন হাউজ অফিসার (এসএইচও) রাহুল পান্ডে তার কাছে ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে ওই নারীকে ধর্ষণ করা হয়।

ঘটনার সময় আরও তিন কনস্টেবল উপস্থিত থাকলেও তারা এগিয়ে আসেননি বলে সংবাদ মাধ্যম জানায়।

এ ঘটনায় রাহুল পান্ডেকে গ্রেফতার করা হয়েছে। কর্তব্যে অবহেলার কারণে বাকি তিন কনস্টেবলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জুন ১২, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।