ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ার ফুটবল মাঠে বোমা হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৬, জুন ২, ২০১৪
নাইজেরিয়ার ফুটবল মাঠে বোমা হামলায় নিহত ৪০

উত্তর-পূর্ব নাইজেরিয়ার একটি ফুটবল মাঠে দেশটির ইসলামপন্থি সংগঠন বোকো হারামের সদস্যদের বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও হাসপাতালের নার্স।

রোববার বিকেলে আদামাওয়া রাজ্যের মুবি শহরের এ বোমা হামলার ঘটনা ঘটে।

ওই স্থানটা ক্যামেরুনের সীমান্তে খুব কাছাকাছি।

আদামাওয়া হচ্ছে নাইজেরিয়ার জরুরি অবস্থা জারি করা তিনটি রাজ্যের মধ্যে একটি। বোকো হারামের জঙ্গিদের কারণে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়।

নাম প্রকাশ না করা শর্তে মুবি পুলিশের এক কর্মকর্তা ও মুবি স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স জানান, ওই ফুটবল মাঠে বোমা বিস্ফোরণে ৪০ জনেরও বেশি নিহত হয়েছে।

নাইজেরিয়া প্রতিনিধির বরাত দিয়ে বিবিসি জানায়, বোমা হামলার ঘটনাটি কারফিউ জারি করা এলাকার মধ্যে থাকার কারণে প্রত্যক্ষদর্শী পাওয়া কঠিন, কারণ ঘটনা ঘটেছে রাতের বেলা।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, জুন ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।