ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, মে ৪, ২০১৪
মহারাষ্ট্রে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ১৯

ঢাকা: ভারতের মহারাষ্ট্রে একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৮৭ জন।



রোববার সকালে রাজ্যের রাইগাদ জেলার নাগোথানে ও রোহা স্টেশনের মাঝামাঝি এলাকায় দিবা সাবান্তবাদী পরিবহনের যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সকাল ১০টার দিকে রাইগাদ জেলার নিদি গ্রামের কাছে একটি সুড়ঙ্গে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়।

আকস্মিক দুর্ঘটনায় অনেক যাত্রী আহত হয়েছেন, তবে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মে ০৪, ২০১৪/আপডেট ১৭০০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।