ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

‘এমএইচএ৩৭০ বঙ্গোপসাগরে’, বিবেচনা করছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, মে ২, ২০১৪
‘এমএইচএ৩৭০ বঙ্গোপসাগরে’, বিবেচনা করছে মালয়েশিয়া

ঢাকা: নিখোঁজ উড়োজাহাজ এমএইচ৩৭০ বঙ্গোপসাগরেই থাকতে পারে, ক’দিন আগে উদ্ধারকারী কর্তৃপক্ষ এমন অনুমান উড়িয়ে দিলেও মালয়েশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, এ অনুমান খতিয়ে দেখার বিষয়টি বিবেচনা করছেন তারা।
 
মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী হিশামউদ্দিন হুসেইন বলেন, মূল অনুসন্ধান এলাকা দক্ষিণ ভারত মহাসাগর থেকে কয়েক হাজার কিলোমিটার দূরবর্তী বঙ্গোপসাগরে অনুসন্ধানকারী জাহাজ পাঠিয়েই কেবল এই অনুমানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।



শুক্রবার হুসেইন বলেন, কিন্তু আমি এটাও জোর দিয়ে বলতে চাই যে, আমরা এর মাধ্যমে মূল অনুসন্ধান থেকে বিভ্রান্ত হচ্ছি কিনা। যদি এই অনুসন্ধান বিফল হয়, তাহলে সময় নষ্ট হওয়ার এ দায় কে নেবে?

তবে বঙ্গোপসাগরে কী ধরনের অনুসন্ধানকারী দল পাঠানো হবে এ ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু জানাননি হুসেইন।

বঙ্গোপসাগরে নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়‍া যেতে পারে-তিন দিন আগে অস্ট্রেলিয়ান উদ্ধারকারী কোম্পানি জিওরেসোন্যান্সের করা এমন দাবির পর এ বক্তব্য দিলেন হুসেইন।

অবশ্য আন্তর্জাতিক উদ্ধাকারী জোটের সমন্বয়ক অগাস হোস্টন দাবি করেছেন, বর্তমান অনুসন্ধান এলাকাকেই তিনি সঠিক মনে করছেন।

নিজের দাবির পক্ষে যুক্তি দিয়ে হোস্টন বলেন, বাংলাদেশি নৌহাজাজ বঙ্গোপসাগরে অনুসন্ধান চালিয়েছে। তার‍া এখনও কোনো কিছু পায়নি।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা,  মে ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।