ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

স্লোভিয়ানস্কে ইউক্রেনের অভিযান, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৪, মে ২, ২০১৪
স্লোভিয়ানস্কে ইউক্রেনের অভিযান, পাইলট নিহত সংগৃহীত

ঢাকা: ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান শুরু করেছে দেশটির সশস্ত্র বাহিনী।

শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, অভিযান শুরুর পর রুশপন্থি বিদ্রোহীদের মিসাইল হামলায় একটি হেলিকপ্টারের পাইলট নিহত ও অপর এক ব্যক্তি আহত হয়েছেন।



এদিকে, স্লোভিয়ানস্কে বিদ্রোহীদের তিনটি তল্লাশি কেন্দ্রের পক্ষ থেকে বার্তা সংস্থা বিবিসিকে জানানো হয়, এখন পর্যন্ত এ অঞ্চলে কোনো লড়াইয়ের ঘটনা ঘটেনি।

স্লোভিয়ানস্ক শহরটি রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। শহরটির নিয়ন্ত্রণ পুরোপুরিভাবেই রুশপন্থিদের হাতে চলে যাচ্ছে।

অপরদিকে, স্লোভিয়ানস্কের উপকণ্ঠে গুলি, বিস্ফোরণ ও হেলিকপ্টার থেকে গুলি ছোঁড়ার খবর জানিয়েছেন সেখানে দায়িত্বরত সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা।
 
বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যে কোনো ধরনের বাড়াবাড়ি এখানকার পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলবে।

তবে, স্লোভিয়ানস্কসহ পূর্বাঞ্চলে অস্থিতিশীলতার জন্য মস্কোকে দায়ী করে কিয়েভ বলেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মে ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।