ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

হিটলারের মৃত্যুবার্ষিকী বুধবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, এপ্রিল ৩০, ২০১৪
হিটলারের মৃত্যুবার্ষিকী বুধবার

ঢাকা: পৃথিবীর সবচেয়ে বিতর্কিত নেতা জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের মৃত্যুবার্ষিকী বুধবার। সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র মতে, ১৯৪৫ সালের এই দিনে আত্মহত্যা করেন এই জার্মান রাজনীতিবিদ।



১৮৮৯ সালের ২০ এপ্রিল জার্মানির সীমান্তবর্তী ব্রাউনাউ-আম-ইন গ্রামে অ্যালয়েস হিটলার ও ক্লারা হিটলারের ঘরে জন্মগ্রহণ করেন তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নিশ্চিত পরাজয় বুঝতে পেরে ১৯৪৫ সালে বার্লিনের একটি বাড়িতে মাথায় গুলি করে আত্মহত্যা করেন হিটলার।

তবে এ রকমও গুঞ্জন আছে, যুদ্ধের সময় হিটলার তার আস্তানা থেকে পালিয়ে ছদ্মবেশ ধারণ করেন। এরপর ১৯৮৪ সালে বলিভিয়া সীমান্তবর্তী ব্রাজিলের ছোট্ট একটি শহরে তার মৃত্যু হয়।

অপরদিকে, ব্রিটিশ সাংবাদিক জেরার্ড উইলিয়ামস এবং লেখক সাইমন ডানস্টানের এক বইতে দাবি করা হয়, পরিণত বয়সে ১৯৬২ সালে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় হিটলারের মৃত্যু হয়।

তবে, বিতর্কিত হলেও হিটলারকে ইতিহাসে বাঁচিয়ে রেখেছে তার কুখ্যাত রাজনীতিই। তার নেতৃত্বে যেমন অনেক গণহত্যার ঘটনা ঘটেছে, তেমনি তার কাছ থেকেই উদ্বুদ্ধ হয়ে ইতালির মুসোলিনির মতো নেতারা উগ্র জাতীয়তাবাদের আড়ালে হত্যার রাজনীতির জন্ম দেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।