ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দ.সুদানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, এপ্রিল ২৯, ২০১৪
দ.সুদানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জাতিসংঘের ছবি: সংগৃহীত

ঢাকা : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার নাভি ফিল্লাই বলেছেন, দক্ষিণ সুদানে বেসামরিক লোকদের ওপর  ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।

মঙ্গলবার দক্ষিণ সুদানের রাজধানীতে এক সফরে গিয়ে তিনি এ কথা বলেন।



সুদানের বেন্তুয়া শহরে বিদ্রোহীরা কয়েক হাজার বেসামরিক লোককে হত্যা করার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উদ্বেগ প্রকাশ করার পরই তিনি এ সফর করলেন।

এদিকে গতকাল সোমবার আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা দক্ষিণ সুদানের বিদ্রোহী নেতার সঙ্গে প্রেসিডেন্ট সিলভা কিরকে সমঝোতা করে গণহত্যা বন্ধ করার আহবান জানিয়েছে।

তারা বলেছেন, বিদ্রোহীদের নেতার সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে গণহত্যা ও সংঘাত বন্ধ করা যেতে পারে।

বাংলাদেশ সময় : ১৫৩৭  ঘন্টা, এপ্রিল ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।