ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

স্টেডিয়ামে ভূত!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৬, এপ্রিল ২৫, ২০১৪
স্টেডিয়ামে ভূত!

বলিভিয়ার লা পাজে হার্নান্দো সিলস ফুটবল স্টেডিয়ামে বৃহস্পতিবার এক ভৌতিক কাণ্ড ঘটে গেছে। টিভি ক্যামেরায় ধরা পড়া এক দৃশ্যে দেখা গেছে, মানবাকৃতির একটি ছায়া স্টেডিয়ামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুতবেগে ছুটে যাচ্ছে।



তবে দর্শকসারিতে গ্যালারিতে বসা লোকজন বিষয়টি টেরই পাননি। যাদের সামনে দিয়ে ওই ছায়াটি চলে গেছে তারাও বিষয়টি বুঝতে পারেননি। পরে ক্যামেরায় ধারনকৃত দৃশ্যটি দেখে তারা সবাই চমকে গেছেন।

দ্য হেভি এক প্রতিবেদনে জানায়, ছায়াটি দেখে মনে হচ্ছে মানুষ। কোনো ফুটবল খেলোয়াড় দৌঁড়াচ্ছে আর সেটি ক্যামেরায় ডাবল-এক্সপোজড এর কারণে এমনটি হয়ে থাকতে পারে।

ভিডিওটি দেখে আপনিই সিদ্ধান্ত নিন আসলে সেটি কি ছিল।


বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।