ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে ৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, এপ্রিল ১৮, ২০১৪
ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে ৭ জনের প্রাণহানি

ঢাকা: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী নৌকাডুবে অন্তত সাত জনের প্রাণহানি ঘটেছে। উদ্ধ‍ার করা হয়েছে ৩০ জনকে।

এছাড়া, নিখোঁজ বাকি প্রায় ৩৫ জনকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মী ও জেলেরা।

স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষ ও জেলেদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শুক্রবার এ খবর জানিয়েছে।

স্থানীয় পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অকতো রিবু বলেন, পূর্ব নুসাতেগ্গাড়া প্রদেশের লুরান্টুকাগামী নৌকাটিতে ৩০ যাত্রী বহন করার কথা থাকলেও ৭০ জন যাত্রী ওঠানো হয়।

তিনি জানান, অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি একটি দ্বীপের কাছাকাছি পৌঁছালে দুই মিটার (৬.৫ ফুট) উচ্চতার ঢেউয়ের আঘাতে ডুবে যায়।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।