ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বরুণ গান্ধীকে বিপথগামী বললেন প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, এপ্রিল ১৩, ২০১৪
বরুণ গান্ধীকে বিপথগামী বললেন প্রিয়াঙ্কা

ঢাকা: নিজের চাচাতো ভাই বরুণগান্ধীকে বিপথগামী আখ্যা দিয়েছেন ভারতের ক্ষমতাসীন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের (আইএনসি) সভানেত্রী সোনিয়া গান্ধী তনয়া প্রিয়াঙ্কা। একইসঙ্গে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, উত্তর প্রদেশের সুলতানপুর থেকে বিজেপির পক্ষে প্রার্থী হওয়ায় বরুণকে বর্জন করুন।



শনিবার আমেদির মুন্সিগঞ্জের গেস্ট হাউসে কংগ্রেস নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

প্রিয়‍াঙ্কা বলেন, বরুণ বিপথে চলে গেছে। তাকে সঠিক পথে ফিরিয়ে আনুন ।

তিনি বলেন, বরুণ আমার ভাই। বড় হিসেবে আমি তাকে অবশ্যই সঠিক পথে আসার আহ্বান জানাবো।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি জোর দিয়ে বলেন, আমি আপনাদের সবাইকে আবারও বলছি, বরুণকে সঠিক পথ দেখান।

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরুর প্রপৌত্র ও উপমহাদেশের লৌহ মানবী খ্যাত ইন্দিরা গান্ধীর পৌত্র বরুণ ও তার মা পারিবারিক কলহের জের ধরে ২০০৪ সালে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।

বরুণ বর্তমানে বিজেপির হয়ে উত্তর প্রদেশের একটি আসন থেকে ভারতের জাতীয় সংসদে (লোকসভা) প্রতিনিধিত্ব করছেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।