ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

লিবীয় নাগরিকের মুক্তি চেয়ে ১৫০ মিশরীয়কে জিম্মি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, এপ্রিল ৫, ২০১৪
লিবীয় নাগরিকের মুক্তি চেয়ে ১৫০ মিশরীয়কে জিম্মি

ঢাকা: যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক লিবীয় নাগরিকের মুক্তি দাবি করে মিশরের ১৫০ ট্রাক চালককে জিম্মি করেছে লিবিয়ার বন্দুকধারীরা।

শনিবার মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল আহরাম অনলাইন জানিয়েছে, নিজ দেশে ফেরার সময় ট্রাকসহ ১৫০ মিশরীয় চালককে জিম্মি করে লিবিয়ার কারাদণ্ডপ্রাপ্ত এক নাগরিকের মুক্তি দাবি করা হয়েছে।



আল ‍আহরাম আরও জানিয়েছে, লিবীয় এক চোরাকারবারীকে আটক করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে শনিবারের এ জিম্মি করার ঘটনা ঘটেছে।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ওমরান অ্যামবেবা উপজাতি অধ্যুষিত লিবিয়ার আজদাবিয়া জেলায় তাদের জিম্মি করে রাখা হয়েছে। এই উপজাতির একটি অংশ মিশরেও বসবাস করে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, লিবিয়া-মিশর সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালানকালে হাতেনাতে আটক করে লিবীয় অস্ত্র ব্যবসায়ী সালামা মোহামেদ সালামাকে আটক করে মিশর কর্তৃপক্ষের তরফে ২৫ বছর কারাদণ্ড দেওয়ার কয়েকদিন পর এ খবর এলো।

আল আহরাম জানিয়েছে, মিশরের চালক ও তাদের ট্রাককে জিম্মিদশা থেকে মুক্ত করতে লিবিয়ার বন্দুকধারীদের সঙ্গে দু’দেশের সেনা গোয়েন্দা সংস্থা ও উপজাতীয় প্রধানরা আলোচনায় বসতে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।