ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কেজরিওয়ালকে ঘুষি, বিজেপি’কে দোষারোপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, এপ্রিল ৪, ২০১৪
কেজরিওয়ালকে ঘুষি, বিজেপি’কে দোষারোপ

ঢাকা: ভারতের আম আদমি পার্টি (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের ওপর হামলা হয়েছে। ৭ এপ্রিলের লোকসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিল্লিতে একটি রোড শোতে অংশগ্রহণের সময় তাকে এক ব্যক্তি কিল-ঘুষি মারেন।



পরে ওই ব্যক্তিকে ধরে এএপি কর্মীরা উত্তম- মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
    
এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়েছে।

সাবেক দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এ হামলার জন্য বিজেপি দায়ী করেছেন। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, কেউ কেউ যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার জন্য উদগ্রীব। তাদের  যা মন চায় তা করতে দিন। যদি আমরাও হাত তুলি তাহলে আমাদের উদ্দেশ্য ভেস্তে যাবে।

তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান করে হামলার জন্য কোনো প্রকার প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকতে অনুরোধ করেন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৪/ আপডেট: ১৬০০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।