ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

চিলিতে ফের ৭.৬ মাত্রার ভূমিকম্প, স্বল্পকালীন সুনামি সর্তকতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪১, এপ্রিল ৩, ২০১৪
চিলিতে ফের ৭.৬ মাত্রার ভূমিকম্প, স্বল্পকালীন সুনামি সর্তকতা

ঢাকা: ল্যাটিন আমেরিকার দেশ চিলিতে এবার ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।



প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এদিকে, ভূমিকম্পের পর চিলি ও পেরুতে সুনামি সর্তকতা জারি করা হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেওয়া হয়। এছাড়া উপকূলীয় এলাকায় ২.৪ ফুট উচ্চতার ঢেউ লক্ষ্য করা গেছে।

ইউএসজিএস সার্ভে জানায়, স্থানীয় সময় বুধবার রাতে চিলির উত্তরাঞ্চলীয় উপকূল ইকুয়িকে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উপকূলীয় বন্দর ইকুয়িক থেকে ১২ মাইল দক্ষিণে সমুদ্রগর্ভ থেকে ১২.৪ মাইল গভীরে।

নিচু এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছে দেশটির জুররি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা ৭.৪ বলা হলেও পরে তা বাড়িয়ে ৭.৬ করা হয়। মঙ্গলবার ও বুধবারের ভূমিকম্পের স্থান একই।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাতে একই এলাকায় ৮ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৬ জনের প্রাণহানি ঘটে। সে সেময় জারি করা হয় সুনামি সর্তকতা।

মঙ্গলবারের ভূমিকম্পের পর বেশ কয়েকটি ভূমিকম্প ওই এলাকায় আঘাত হানে; যার মধ্যে সবচেয়ে তীব্র ছিল বুধবার সন্ধ্যার এ ভূমিকম্পটি।

২০১০ সালে চিলিতে ভূমিকম্প ও সুনামির আঘাতে পাঁচ শতাধিক লোকের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৪/আপডেট: ১১০২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।